দুর্নীতির অভিযোগে জামুকার সদস্য পদ হারালেন আমীর আলী

0
41

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের আলোচিত মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট আ’লীগের দোসর খ ম আমীর আলীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর ৫ (২) ধারাবলে কাউন্সিলের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেয়া, অবৈধ সোনা চোরাচালান ও ব্যাংকের পেঅর্ডার জালিয়াতিসহ নানা অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, খ.ম. আমির আলীর নামে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)/৪ ধারায় মামলা আছে। বনানী থানার মামলা নং ১৪। ওই মামলায় তিনি ৮ নং আসামী। ২০১২ সালে আমির আলীসহ একটি প্রতারক চক্র একটি ভুয়া কোম্পানী খুলে স্বর্ণ ব্যবসার নামে চেক ও পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে ১৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম তার লিখিত অভিযোগ উল্লেখ করেন, খ ম আমীর আলী তার পিতা রুস্তম আলীকে মুক্তিযোদ্ধা বানানোর আশ^াস দিয়ে এক লাখ ৭৮ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু রুস্তম আলীকে তিনি মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি। এখন পাওয়ানা টাকা চাইলে তিনি ফেরৎ দিচ্ছেন না।