কুষ্টিয়া প্রতিনিধি
অতিরিক্ত মদপানে নন্দিনী সরকার তুলি (২৫) নামের ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মুত্যু হয়েছে।
শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তুলি মানিকগঞ্জ সদর উপজেলার অনিল সরকারের মেয়ে ও ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
ঝিনাইদহের শৈলকুপায় মামার বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত মদ পান করে তিনি অসুস্থ হয়ে পড়েন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, নন্দিনী শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়ায় মামার বাড়িতে পূজার ছুটিতে বেড়াতে এসে বন্ধুদের সাথে দশমীর দিন অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসান ইমাম বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই নন্দিনীর মুত্যু হয়।
মৃত তুলির কাকা গনেষ চন্দ্র সরকার বলেন, নন্দিনী এবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। পূজার ছুটিতে শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে মামা বিজয় সরকারের বাড়িতে বেড়াতে আসে। এখানে প্রতিবছর পূজার সময়ই আসে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার গভীর রাতে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।