প্রয়াত আনিসু জ্জামান আনিসে’র দাফন সম্পন্ন

0
21

স্টাফ রিপোর্টার

স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান রাবেয়া খাতুনের প্রথম পুত্র প্রয়াত আনিসু জ্জামান আনিস (৫৬) এর দাফন সম্পন্ন।

রবিবার রাত ১১ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের নিজ বাড়িতে আনিসু জ্জামান আনিস অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

সোমবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে মরহুম আনিসু জ্জামানের নামাযে জানাযা শেষে পৌর কবস্থানে সাবেক চেয়ারম্যান প্রয়াত রাবেয়া খাতুনের কবরে তাকে সমাহিত করা হয়। মরহুমের পিতা প্রয়াত আনোয়ার আহম্মেদ তাতারী খোকসার পৌরসভার প্রথম মেয়র ছিলেন। মরহুমের স্ত্রী ইসরাত জাহান পুনম খোকসা উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।

মরহুমের নামাযে জানাযায় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, কুষ্টিয়া ৪ আসেন জামায়াত মনোনিত প্রার্থী আফজাল হোসেন, বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

প্রয়াত আনিসু জ্জামান ব্যক্তিগত জীবনে একটি বীমা কোম্পানির শাখা প্রধান ছিলেন। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে মিয়া ভাই নামে পরিচিত ছিলেন। আনিসু জ্জামান নিঃসন্তান ছিলেন। প্রয়াত আনিসু জ্জামান এক স্ত্রী, দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।