স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় খোকসার জাবাল ই নূর কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং এবি পার্টি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা এবি পার্টির আহ্বায়ক চৌধুরী মাওলানা মোক্তার হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুষ্টিযা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. বেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা রেজাউল করিম, খোকসা পৌর এবি পার্টির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আলিম, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।