দ্রোহ অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ১৯৭১ নয় ১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২ অক্টোবর পর্যন্ত জামায়াতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।’
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টা সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক, একটা তো বেঠিক হতে পারে। এখন আমাদের মাফ চাওয়ার পর অনেকে বলেন যে, এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, অন্য ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আমরা বলি, বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্ত দিলাম না, তারপরে আর বাকি থাকল কোনটা।
শফিকুর রহমান বলেন, ‘কিছু লোক আমাদের বলেন, ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেননি। তারপরও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয়নি। আপনারা তো একটা এপোলজি দিলেই পারেন।’
তিনি বলেন, ‘এই এপোলজি আমরা মিনিমাম ৩ বার দিয়েছি। গোলাম আযম দিয়েছেন, মতিউর রহমান দিয়েছেন এবং আমি দিয়েছি।’
‘কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন জেল থেকে মুক্ত হলেন, তখনো আমি বলেছি, শুধু ১৯৭১ নয় ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ যদি কষ্ট পান বা ক্ষতি হয়ে থাকে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাই’-যোগ করেন জামায়াত আমির।
তিনি বলেন, আমার সহকর্মী ও সিনিয়র যারা ছিলেন তারা বলেননি যে আমরা সব ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সব ভুলের ঊর্ধ্বে অবশ্যই জাতি এটা মানবে না। এখনো অনেকে বলবেন যে নিউইয়র্কে গিয়ে ডা. শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছেন, দেশের বুকে ক্ষমা চাননি।
তিনি বলেন, আমাদেরকে অনেকে ক্ষমা চাইতে বলেন। তারা কি ফেরেশতার দল? আমরা অন্যদের সম্পর্কে প্রশ্ন তুলি না। অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে।