ঘরে বসে হকারের কাছ থেকে ১০০ টাকায় ৬ কেজি আলু কিনে ক্রেতার খুশি হওয়ার কথা। কিন্তু পানির দামে আলু খরিদ করে এই ক্রেতা খুশি নন। কারন তিনি নিজেও একজন কৃষক। তার ভাষ্য আলুর কেজি ৫০ টাকা হওয়া উচিত। তা হলেই কৃষক বাঁচবে। কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রাম থেকে শনিবার সকালে ছবিটি তোলা।










