স্টাফ রিপোর্টার
খোকসায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলালকে আটক করেছে। অপর এক ঘটনায় আটক এক যুবকের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ডিবি পুলিশের একটি দল একতারপুর ইউনিয়নের একতারপুর হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলালকে আটক করে। তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। আটক দুলাল (৫৭) একতারপুর গ্রামের মৃত মাদার আলীর ছেলে।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী দুলাল সম্প্রতি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিল। তার নামে খোকসা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
এ দিন সকালে খোকসা থানা পুলিশের একটিদল থানা মোড়ের জুয়েলের দোকানের সামনে থেকে সুরুজ আলী নামের এক যুবকে আটক করে। তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক সুরুজ আলী কুমারখালী উপজেলার বাগবাড়িয়া গ্রামের সফদর আলীর ছেলে।
খোকসা থানার ওসি জহুরুল আলম বলেন, দুলালের নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা।