ঢাবির হল মাঠে বিশাল গঞ্জিকা বৃক্ষ!  

0
155
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতই বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। দীর্ঘদিন বন্ধ থাকায়  ঢাবি চত্বরে বেড়ে উঠেছে সুবিশাল গাঁজা গাছ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক আবাসিক ছাত্র জুনায়েদ সাদ্দাম বিষয়টি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে।

জুনায়েদ সাদ্দাম বলেন, ‘জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে এসেছিলাম। হলের আশ পাশের এলাকাগুলো একটু ঘুরে দেখার আশায় হলের দিকে এগিয়ে যেতে জসিমউদদীন হলের মাঠে দাঁড়িয়ে হঠাৎ চোখ একটি গাছে আটকে গেল। সে এক বিশাল গঞ্জিকা বৃক্ষ!  বিষয়টি আমি বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত গার্ডকে জানিয়েছি এবং প্রক্টর স্যারকেও জানানোর জন্য ফোন করলে স্যার ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃ এ কে এম গোলাম রব্বানী বলেন, এমন একটি তথ্য পেয়েছি। বিষয়টি আমি দেখবো। যদি বিষয়টি সত্য হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আরও পড়ুন- খোকসায় মাদক ব্যবসায়ীসহ আটক – ২

কবি জসিমউদদীন হলের প্রভোস্ট অধ্যাপক ডঃ আব্দুর রশিদ বলেন, বিষয়টা আমি শুনেছি। বিষয়টি জসিমউদদীন হলের বাইরে দিকে, এটা মূলত বঙ্গবন্ধু হলের এরিয়ায় পড়েছে তবে গাছটি তুলে ফেলে দেওয়া হয়েছে বলে আমি জানি।