রিজভীর প্রশ্ন- রিজেন্ট-জেকেজির নেপথ্যে গডফাদার কারা?

0
98
Rizvi-Dro-19-p-9-compressed-compressed
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথকেয়ারের কর্ণধাররা।কিন্তু এর নেপথ্যের গডফাদারের নামের তালিকা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্নবাণ ছুড়ে দিয়ে বলেন, এই দুই প্রতিষ্ঠানের জালিয়াতির নেপথ্যে গডফাদাররা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে আছে?

সোমবার করোনা প্রতিরোধে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে রিজভী এ প্রশবাণ ছুড়ে দিয়েছে সরকারের দিকে।

আরও পড়ুন- দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

রিজভী বলেন, সাহেদেসহ জেকেজির চেয়ারম্যানের কেলেঙ্কারি নিন্দাজন, এরা সবাই আওয়ামী লীগের পোষ্য।

রবিবার ডাঃ সাবরিনা গ্রেপ্তার হয়েছেন। আমরা জানতে চাই, এর পেছনে গডফাদার কারা? এর নেপথ্যে সেই ক্ষমতাশালী লোক কারা? তারা কেন ধরা পড়ছে না।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

স্বাস্থ্য খাতের দুর্নীতিতে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে এমন অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, আপনারা দেখছেন মাস্কের দুর্নীতি কে করেছে? মন্ত্রীর ছেলে। করোনার জন্য জীবন বাঁচানোর মেশিন ভেন্টিলেটর। সে ভেন্টিলেটর দুর্নীতির সঙ্গে জড়িত কে? ক্ষমতাসীন দলের লোক অথবা মন্ত্রীর আত্মীয়স্বজন। যখন পত্রপত্রিকা, গণমাধ্যম চারদিকে ছি ছি পড়ে গেছে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই, যার সঙ্গে রিজেন্ট হাসপাতালের মালিকের সম্পর্ক নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে কী করে স্বাস্থ্য অধিদফতর তাদের করোনা টেস্টের অনুমোদন দিল? স্বাস্থ্য অধিদফতরের ডিজি যেখানে অনুমোদন দিয়েছেন, সেটি তো সরকারেরই অনুমোদন।

বিএনপির যুগ্ম মহাসচিব রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদের প্রসঙ্গ টেনে বলেন, উনি তো সরকারের পক্ষে টকশো করেছেন এর আগে। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্যও তিনি। তার পরে কী বললেন? তিনি নাকি হাওয়া ভবনের লোক। যখন সকল অপকর্ম ফাঁস হয়ে যায়, যখন মুখ দেখানোর আর কিছু থাকে না, তখন বিএনপি অথবা হাওয়া ভবনের কাধে দোষ চাপিয়ে দেন সরকার প্রধানরা।