নেইমাররা ফিরলেন দর্শকভরা মাঠে

0
97
Neymer-Dro-13-p-7-22
মাঠে ফিরলেন নেইমার

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কোভিড-১৯ আতঙ্কের মাঝেই হাজারো দর্শক-সমর্থকদের উপস্থিতিতে মাঠে ফিরল নেইমার-কিলিয়ান এমবাপেদের দল পিএসজি।

আরও পড়ুন- দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

বৈশি^ক মহামারী কোভিড-১৯ এর কারণে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বাতিল হয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। পিএসজিকে এপ্রিলের শেষ দিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

মাঠে প্রবেশের সময়ে নেইমার-এমবাপেদের মুখে ছিল পিএসজির লাল, সাদা ও নীল রঙের মাস্ক। জার্সিতে লেখা ছিল স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ধন্যবাদ বার্তাও।

দীর্ঘদিন পর কোনো ম্যাচ খেলতে নামা পিএসজি স্কোয়াডে ছিল ২৪ জন। তারকাসমৃদ্ধ একাদশই নামান কোচ টমাস টুখেল। দ্বিতীয় সারির দল লু হাভ্রকে ৯-০ গোলে উড়িয়ে দেয় ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাস্পিয়নরা। দুটি করে গোল করেন নেইমার, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া।

২৫ হাজার দর্শক ধারণক্ষম লু হাভ্ররের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পান পাঁচ হাজার দর্শক। সবাইকে মাঠে প্রবেশ করতে হয়েছে মুখে মাস্ক পরে। অবশ্য মাঠে ঢুকে অনেককেই মাস্ক খুলে ফেলতে দেখা গেছে। বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজনদের একসঙ্গে বসতে দেখা যায়; তবে গ্রুপ হয়ে দুরত্ব বজায় রেখে বসে সবাই।