দ্রোহ অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে। একই মামলায় একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফুলের স্ত্রী সাবরিনা চৌধুরীকেও গ্রেফতার করা হয। বুধবার আরিফুল হক চৌধুরীকে চার দিনের এবং সাবরিনাকে দ্বিতীয় রিমান্ড শেষ করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার আরিফুলকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপরই বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ আরিফুল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
এ প্রতারণার মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর আরিফুল এবং স্ত্রী সাবরিনা দুজন দুজনকে প্রতারণার দায়ে দুষছেন। তবে গ্রেপ্তারের পর আরিফুল হক চৌধুরী প্রতারণার জন্য তাঁর স্ত্রী সাবরিনা সহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা বলেন, সাবরিনা অনেক তথ্য দিয়েছেন, প্রতারণার জন্য তাঁর স্বামী আরিফুলকেই দায়ী করেন তিনি। মূলত সাবরিনার সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতেই আরিফুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যজনের নিবন্ধন করা সিম দিয়েই প্রতারণায় জড়িত ব্যক্তিদের সঙ্গে খুদে বার্তা বিনিময় করতেন সাবরিনা। ।
বৃহস্পতিবার স্বামী-স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। এতে প্রতারণায় কার কী ভূমিকা ছিল, সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।