মিনায় হাজিদের কংকর নিক্ষেপ সম্পন্ন

0
132
Mina-Dro-02-08-p-9
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রামি আল-জামারাত। শয়তানকে কংকর নিক্ষেপ হজের অন্যতম কাজ। স্বাস্থ্যবিধি মেনে জীবাণুমুক্ত কংকর নিক্ষেপের মাধ্যমে মিনার কার্যক্রম সম্পন্ন করল হাজিরা। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে, ‘১০ জিলহজ শুক্রবার থেকে শুরু হয় কংকর নিক্ষেপ কার্যক্রম। সে দিন কংকর নিক্ষেপ করেই হজে অংশগ্রহণকারী কুরবানি করে মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম থেকে হালাল হয়েছেন। হজের এ কাজ সম্পন্ন করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জীবাণুমুক্ত কংকরও সরবরাহ করেছে এবার।

৩০ জুলাই হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। ৩১ জুলাই ভোরে মিনায় এসে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই জীবাণুমুক্ত কংকর নিক্ষেপ করেন হাজিরা। তারপরই কুরবানি সম্পন্ন করে মাথা মুন্ডনের মাধ্যমে হালাল হন। হজের বিধি মোতাবেক ২ আগস্ট শেষ দিন কংকর নিক্ষেপের মাধ্যমে মিনার কার্যক্রম সম্পন্ন করেন তারা।

মিনা প্রান্তরে অবস্থিত ৩টি স্থানে পাথর নিক্ষেপ করতে হয়। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। ১০, ১১ ও ১২ জিলহজ সূর্যাস্তের আগে ধারাবাহিকভাবে কংকর নিক্ষেপ করতে হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা জীবাণুমুক্ত কংকর নিক্ষেপের মাধ্যমেই রবিবার শেষ হচ্ছে এ বছরের মিনার হজের কার্যক্রম। এখন বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন হবে।

উল্লেখ্য হজের সব কাজ সম্পন্ন হওয়ার পর হজে অংশগ্রহণকারী প্রত্যেককেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর ফিরতে হবে যার বাড়ি ও কর্মস্থলে। তবে হজে অংশগ্রহণকারীদের কেউই করোনা আক্রান্ত হয়নি বলে জানা গেছে।