রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া যুব সংঘ আয়োজিত মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে নয়নদিয়া মধ্যপাড়া মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র দলের ফাইনাল খেলায় ইউনিক এক্সপ্রেসকে হারিয়ে, টেন স্টার জয় লাভ করে। টসে জিতে ইউনিক এক্সপ্রেস দল ৬৩ রানে অল আউট হয়, টেন স্টার ৬৪ রান করে বিজয়ী হয়।
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
অপর জুনিয়র দলের খেলায় মোহাম্মদ একাদশ দলকে হারিয়ে , রিসান একাদশ দল জয় লাভ করে। টস জিতে রিসান একাদশ দল ৪৯ রান করে। ব্যাট করতে নেমে মোহাম্মদ একাদশ দল ৩০ রানে অল আউট হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় সিনিয়র দলের রাশেদ ও জুনিয়র দলের আহাদ।
এ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মহিউদ্দিন মহিদ, সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর শওকত আলী, ব্যবসায়ী মীর সাইফুল ইসলাম, শেখ নাজিরউদ্দিন আহমেদ মিলন, সবুজ মন্ডল,ফরিদ আহম্মেদ, সোহেল রানা, সিদ্দিক প্রামানিক, হিরণ প্রামানিক, আসলাম মন্ডল, বক্কার শেখ, আতাউর প্রামানিক। খেলা শেষে অতিথিগণ পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেন।
আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪
আয়োজকরা বলেন , দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে বলে তারা জানান। এ সময় আয়োজকদের মধ্যে পলাশ মন্ডল , মীর রাহাত ,মাজেদ শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।