কাজী নজরুলের গল্পের নায়িকা মিম মানতাসা

0
168
Mim-Mantasa-P-2
মিম ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

রিয়েলিটি শো শেষ করার পর ২০১৮ সালে যখন নাটকে অভিনয় শুরু করেন, ঠিক সে সময়ই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হয়েছিলেন মিম মানতাসা। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পের নায়িকা হলেন এ অভিনেত্রী।

নাটকের নাম ‘জিনের বাদশা’। পরিচালনা করেছেন আনিসুজ্জামান আনিছ। এতে মিম মানতাসা ‘চান ভানু’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকটি দিয়ে অভিনয়ে ফিরলেও কাজ কমই করবেন। প্রতিটি নাটকে অভিনয়ের পর এখন কমপক্ষে এক সপ্তাহের বিরতিতে যাবেন বলে জানিয়েছেন।