মাগুরা প্রতিনিধি
মাগুরায় নতুন করে পুলিশ সদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এখন করোনায় মোট আক্রান্ত ৮ জন।
করোনা শনাক্ত হওয়ায়দের বাড়িসহ প্রতিবেশীদের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত পুলিশ সদস্যের বয়স (২১) বছর। তিনি আগে থেকেই পুলিশি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে আছেন। দ্বিতীয় জন পাট ব্যবসায়ী শহরের কলেজ পাড়ায় বসবাস করেন। তার বয়স (৫১) বছর। এদের মধ্যে ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রী রয়েছে। তার বাড়ি টুপিপাড়া গ্রামে। তার মা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকীপার। তবে মেয়েটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, করোনা শনাক্ত (২১) বছর বয়সী পুলিশ সদস্য বর্তমানে মাগুরা পুলিশ লাইন্স এ আইসোলেশনে আছেন। তার পোস্টিং খুলনাতে কিন্তু ডেপুটেশনে এসে মাগুরার শালিখা থানায় কমর্রত ছিলেন। গত পরশু তার করোনা উপসর্গ দেখা দেয়।