কুষ্টিয়া দৌলতপুরের ওসি আরিফের মৃত্যু হলো করোনায়

0
215
ওসি আরিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫) প্রাণঘাতী করোনায় ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ঘাতক করোনার কাছে হেরে গেলেন তিনি।

বুধবার রাত পৌনে দশটার দিকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১০ আগষ্ট তিনি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন। এরপরে তার শ^াসকষ্ট শুরু হলে চলতি মাসের ১৫ তারিখে অ্যাম্বুলেন্স যোগে তাঁকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানার সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যা সন্তানের জনক ছিলেন।