নাটোর প্রতিনিধি
নাটোর জেলা শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে প্রকাশ্যে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বড়াইগ্রামের ইমরুল কায়েস (২৫), শহরের চক বৈদ্যনাথ এলাকার মোকছেদ (২৬), বনবেলঘরিয়া এলাকার আলহাত বাবু (৩২), সাগর (২৬), রিপন (২৭), হুগোলবাড়িয়ার কালু, ভাটুদারা এলাকার মনজু (৩২), আনোয়ার (২৮), সাত্তার (৩৫), আরমান হোসেন (২২), খোরশেদ আলম (৩২), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার উজ্জল (২৬),চক তেবাড়িয়া গ্রামের বাবু প্রামানিক (৩০), উত্তর চৌকিরপাড় এলাকার মিঠুন সরকার, বড়গাছা পালপাড়ার বিপুল রায় (৩৪), উত্তর পটুয়াপাড়া ঝাউতলার জসিম (৩২), নারায়নকান্দি নবীনগর এলাকার বিপ্লব (২৫)।
সিপিসি-২ র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হয়ে মাদক সেবন করছিল।
এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।