দ্রোহ বিনোদন ডেস্ক
প্রথমবারের মত বিজ্ঞাপনী শুটে একসঙ্গে কাজ করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দম্পতি। যৌথ উদ্যোগে যে বিজ্ঞাপনের জন্য কাজ করেছে এসভিএফ প্রযোজনা সংস্থাও। কেমন হল সেই বিজ্ঞাপনী ভিডিও? শনিবার অনুরাগীদের জন্য সেই ঝলকই প্রকাশ করলেন ‘উড বি মম’ শুভশ্রী। আবারও রোম্যান্টিক মুডে দেখা গেল তাঁদের।
বলিউডে অন্তঃসত্ত্বা নায়িকারা শুটিং করলেও টলিউডে সম্ভবত এই প্রথম। এবং এই প্রথম রাজ-শুভশ্রীর অফ স্ক্রিন রোমান্স অন স্ক্রিন হল। ফলে, চক্রবর্তী দম্পতিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন-খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল
স্বামীর সঙ্গে অভিনয় করে কেমন লাগল? শুভশ্রীর ছোট্ট উত্তর, প্রযোজনা সংস্থা এসভিএফের যৌথ উদ্যোগে তৈরি এই বিজ্ঞাপনী ছবি আমার জীবনের গল্পই বলবে। অনুভূতি ভাগ করেছেন রাজ-ও, এই প্রথম শুভশ্রীর বিপরীতে আমি! অফার পেতেই তাই এক কথায় রাজি। অনেক অন্ধকার স্তর পেরিয়ে এই ছোট্ট সফর আবার যেন আলোয় ফেরাল।