দ্রোহ বিনোদন ডেস্ক
করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে এখনও বিমান চলাচল সীমিত। ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগও বন্ধ। অথচ শুটিং করার জন্য ভারতে যাওয়া প্রয়োজন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তাই বিমান চলাচল শুরু না হলে সড়ক পথেই ভারত যাবেন বলে মনস্থির করেছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন এ অভিনেত্রী। করোনা ভাইরাসের কারণে ঢাকায় ঘরবন্দি জীবনের মধ্যেই কলকাতার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। নাম ‘ছেলেধরা’। এটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া।
তিনি জানান, ‘চলতি মাসেও যদি ঢাকা টু কলকাতার আকাশপথ চালু না হয়, অক্টোবরের প্রথম দিকে আমি সড়ক পথে ওখানে যাব। কারণ আমাকে যেতেই হবে।’