মাগুরায় দেয়ালধসে এক শিশুর মৃত্যু

0
156
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দেয়ালধসে এগারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবুজ (১১) একই গ্রামের মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী আবু জাফর জানান, দুপুরে প্রতিবেশী মামুন সর্দারের টিন শেডের বাড়ি ভাঙ্গার কাজ করছিল কয়েকজন যুবক। এ সময় সবুজ নিজের ইচ্ছায় তাদের কাজে সহযোগিতা করছিল। হঠাৎ দেয়াল ভেঙ্গে পড়লে সবুজ তার নিচে চাপা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।