রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 4

ফেব্রুয়ারিতেই দেশে সংসদ নির্বাচন হবে – অ্যাটর্নি জেনারেল

0

ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই আগামী ফেব্রæয়ারিতে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। জনগণ সতঃস্ফুর্তভাবে ভোট দেবে। এটাই জনগণের সাথে বর্তমান সরকারের সামাজিক চুক্তি।

তিনি আরও বলেন, নির্বাচন কে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করা হবে। এটাই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি।

বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মায়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সমিতির সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান ও জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনাদের বলতে চাই, ২০০৯ সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস সমাজ বদলের ইতিহাস, মানুষের সভ্যতার ইতিহাস। মানুষ যখন বন্যপ্রাণীর মত বসবাস করতেন, হিং¯্র ছিলেন, আত্মকেন্দ্রিক ছিলেন, তখন মানুষ সমাজবদ্ধ হয়ে সভ্যতার দিকে ধাবিত হয়েছেন। এভাবে ধাবিত হতে হতে মানুষ তাদের শাসককেক মনোনয়ন দিয়েছেন। আর এই মনোনীত সাংবিধানিক আইন হলো ৬২২ খ্রিস্টাব্দে মদিনা সনদ। রাসুল পাক (সাঃ) বিভেদপূর্ণ জনগোষ্ঠিকে এক কাতারে দাঁড় করিয়ে মদীনা সনদে স্বাক্ষর করেছিলেন।

চলতি বছর নয় মাসে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৮ জন, আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন।

গত ২৪ ঘণ্টায় ৬১২ ডেঙ্গু রোগী হাসপাতাল ওথকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন। অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ৬৪ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৮০ শতাংশ নারী।

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

পূজার অর্ঘ

0

শারদীয় দূর্গা উৎসবের মহাঅস্টমী পূজার অঞ্জলী দেওয়ার জন্য নারী ভক্তরা দলবেঁধে পূজার অর্ঘ নিয়ে নিকটবর্তী দূর্গাপূজা মন্ডপের উদ্যেশ্যে যাত্রা করেন। খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্ডপের সামনে থেকে পূজার অর্ঘ সহ নারী ভক্তদের ছবিটি মঙ্গলবার সকালের।

বিএনপি’র অভিযোগ বক্সে এবার জমা পড়ল ৭ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে গত এক সপ্তাহে ৭ টি অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে ভেড়ামারা প্রেসক্লাবে তালা, দোকান ও জমি দখলের অভিযোগ উঠে এসেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বাক্স খুলে এসব অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ বক্স খুলে অভিযোগপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন প্রমুখ।

একটি অভিযোগপত্রে ভেড়ামারা প্রেসক্লাব তালাবদ্ধ করে রাখার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর পর দীর্ঘ এক বছর এক মাস কতিপয় সাংবাদিক ভেড়ামারা প্রেসক্লাবকে নিজের সম্পত্তি মনে করে তালাবদ্ধ করে রেখেছে। আওয়ামী সরকারের সময় উপজেলা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বড় ভাই রফিকুল ইসলাম চুন্নুর মদদপুষ্ট কতিপয় সাংবাদিক প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেয়।

সাংবাদিকের পক্ষ থেকে অবিলম্বে ভেড়ামারা প্রেসক্লাবের তালা খোলার দাবি জানানো হয়।

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোন্দকার রাশিদুল ইসলাম তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজুল মন্ডল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার এবং আমার পরিবারের নামে মিথ্যা হয়রানিমুলক মামলা দিয়ে জেল জরিমানা করে আপসের নামে আমার মার্কেটের প্রথম দোকানঘর চুক্তি নামায় লিখে নেই। আমার তিন প্রজন্ম বিএনপি সমর্থিত এবং আওয়ামী আমলে কোন ফ্যাসিস্টের কাছে আত্মসমর্পণ করিনি। বিধায় প্রশাসন এবং গন্যমান্য ব্যক্তিরা এই অন্যায়ের কোন সমাধান করেনি। তাই নিজের অস্তিত্ব বাঁচাতে দোসরের শর্ত মতে দোকান-ঘর চুক্তি নামায় লিখে দিই কিন্তু এখন এগারো মাস যাবত বজুল মন্ডল এবং তার ছেলে আমার দোকান ভাড়া দেইনা এবং ভাড়া চাইতে গেলে আমার লাশ হাওড়ে-বাওড়ে ফেলে রাখা এবং রাস্তায় দড়ি বেধে টেনে নিয়ে বেড়ানোর হুমকি দেই। উল্লেখ্য যে আমার মার্কেটের পেছনের দোকান গুলোতে আমি নিজে ব্যবসা করি। আমার সামনের দোকানটা না থাকায় ক্রেতা কম আসে এবং আমি লসের সম্মুখীন হচ্ছি এবং অভিযুক্ত নানা ভাবে আমার ব্যবসায় সমস্যা সৃষ্টি করছে। এলাকায় গন্যমান্য ব্যক্তির কাছে অভিযোগ দিয়েও সমাধান পাচ্ছি না। ফ্যাসিস্টের এই অন্যায়ের হাত থেকে আমাকে রক্ষা করুন। আমি এই সমস্যার সমাধান চাই।

ছেউড়িয়া গ্রমের একজন বাসিন্দা তার অভিযোগপত্রে লিখেছেন যে, আমার এইখানে দবির মোল্লার গেটের সাথে একটি জমির এস.এ ১০৪৮ দাগের মামলা চলছে। মামলাটি আমি ফারুক বনাম জালাল বেপারী। জালাল বেপারী আবার আমির হোসেন বাচ্চুর সাথে এই জমি এওয়াজ করেন। এই মামলা চলমান অবস্থায় তৃতীয় পক্ষ হেলাল বাচ্চুর নিকট থেকে বায়নামা করেছে বলে সে সোহাগ মোল্লা ও তার ভাই সুমন মোল্লা সহ আরও অনেক ছেলে এনে এই জমি দখল করিতে যাই। সোহাগ মোল্লা ও সুমন মোল্লা বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে জমি দখল করিতে এসেছিল। আমি এই সমস্যার সমাধান চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ তুলেছেন যে, মাসুদ রুমি কলেজের সামনে ট্রাক মালিক সমিতির জায়গা দখল করা হয়েছে। সৈয়দ মাসুদ রুমি কলেজের প্রিন্সিপাল সজল চোধুরী ও ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলামের সাথে করে কয়েকজনের নেতৃত্বে ট্রাক মালিক সমিতির জমি জোর করে দখল করা হয়েছে। তারা দোকান ঘর নির্মান করছে। বিনিময়ে কলেজ থেকে একটা দোকান করলে ৬০ হাজার টাকা করে মুনাফা পাই। দখলবাজরা গত ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে কলেজের সামনে পশ্চিমে থাকা দোকানদার মিন্টু, আমদ আলী, রাসেল, সমির তাদের জোর করে হুমকি ধামকি দিয়ে কলেজের মিটিং আছে বলে নিয়ে গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। কলেজের জমির উপর থাকতে হলে এই টাকা দেওয়া লাগবে। না হলে দোকান ঘর উচ্ছেদ করা হবে। সেই সন্ত্রাসী বাহিনীর লোকজন দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ঐ মাঠে থাকা সকল ট্রাক আমার বাপের ব্যবসা প্রতিষ্ঠানের উপর গাড়ি রাখতে হবে বলে হুমকি দিচ্ছে। তারা এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও অবৈধভাবে বিচার শালিস করে তারা তিন ভাই মিলে অবৈধ টাকা ইনকাম করছে। এদের জন্য এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না। তাদের কারণে বিএনপির ভাবমুর্তি নষ্ট হচ্ছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। যে কেউ নাম পরিচয় গোপন রেখে সুনির্দিষ্ট অভিযোগপত্র জমা দিতে পারেন।

দুর্গাপূজা মন্দির কমিটির সাথে সৌজন্য সাক্ষাত বিএনপি’র নেতার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেন পৌর এলাকার দূর্গাপূজা কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার বিকালে পৌর এলাকার দূর্গাপূজা মন্ডপগুলোতে গিয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা। তিনি ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

পৌর বিএনপির নেতা রিপন হোসেনের মটোরসাইকেল বহরে ছিলেন সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান, যুব নেতা শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এইচএসসি’র ফল প্রকাশ হবে ১৯ অক্টোবরের মধ্যে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। গত ১৯ আগস্ট তাদের প্রায় ১২ লাখেরও বেশি শিক্ষার্থীর লিখিত পরীক্ষা শেষ হয়। এখন তারা ফলের অপেক্ষায়।

শিক্ষা বোর্ডগুলো বলছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে লক্ষ্যে এখন ফল তৈরির কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সে হিসাবে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিতের পর পুনরায় সূচি প্রকাশ করায় পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনিই মূলত পরীক্ষার ফল প্রকাশের কাজের বিষয়গুলো সমন্বয় করেন।

এ বিষয়ে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। মন্ত্রণালয় বা কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি। তিনবার পরীক্ষা পিছিয়েছে। এতে খাতা মূল্যায়নে শেষ করতে দেরি হচ্ছে। তবে ফল প্রকাশে যথাসাধ্য কম সময় নেওয়া হবে।’

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনও খাতা দেখার কাজ চলছে। খুব শিগগির খাতাগুলো বোর্ডে চলে আসবে। এরপর ফলাফল তৈরি করে প্রকাশ করা হবে। আশা করছি আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।’

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী।

কর্ম ব্যস্ততাহীন নিরাপত্তা কর্মীরা

0

সৌহাদ্য সম্প্রীতির অভার নেই। তাই ব্যস্ততা নেই পূজামন্ডপ পাহাড়ায় থাকা পুলিশ ও আনসার সদস্যদের। অলস সময় পার করছেন তারা। একটি দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মোবাইলে গেম খেলতে দেখাযাচ্ছে। তাদের সাথে ভাব জমিয়ে মজা লুটছে স্থানীয় শিশুরাও। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের একটি দূর্গাপূজা মন্ডপ থেকে ছবি তোলা।

দুর্নীতির অভিযোগে জামুকার সদস্য পদ হারালেন আমীর আলী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের আলোচিত মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট আ’লীগের দোসর খ ম আমীর আলীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর ৫ (২) ধারাবলে কাউন্সিলের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেয়া, অবৈধ সোনা চোরাচালান ও ব্যাংকের পেঅর্ডার জালিয়াতিসহ নানা অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, খ.ম. আমির আলীর নামে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)/৪ ধারায় মামলা আছে। বনানী থানার মামলা নং ১৪। ওই মামলায় তিনি ৮ নং আসামী। ২০১২ সালে আমির আলীসহ একটি প্রতারক চক্র একটি ভুয়া কোম্পানী খুলে স্বর্ণ ব্যবসার নামে চেক ও পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে ১৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম তার লিখিত অভিযোগ উল্লেখ করেন, খ ম আমীর আলী তার পিতা রুস্তম আলীকে মুক্তিযোদ্ধা বানানোর আশ^াস দিয়ে এক লাখ ৭৮ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু রুস্তম আলীকে তিনি মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি। এখন পাওয়ানা টাকা চাইলে তিনি ফেরৎ দিচ্ছেন না।

ধানের পাতা মোড়ানো রোগে কৃষক দিশেহারা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উঠতি আমন ধানের পাতা মোড়ানো পোকার আক্রমন মহামারি আকার ধারণ করেছে। কৃষকের অভিযোগ পাশে নেই কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন আবাদ মৌসূমে প্রায় ৬৭৩৯ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ মাত্রা ছিলো। কিন্তু আবাদ হয়েছে ৬৭৪০ হেক্টর জমিতি।

কৃষকরা বলছেন, চলতি আমন আবাদ মৌসূমে খোকসা পৌর এলাকা, শিমুলিয়া, জানিপুর ও বেতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে পোকার আক্রমন দেখাদেয়। ধান সবে কাইচ থোর হয়েছে। এ পর্যন্ত তিন চার বার কীটনাশক স্প্রে করেছেন প্রতিটি কৃষক। কিন্তু পোকার আক্রমন যাচ্ছে না। এখন আবার দেখা দিয়েছে পাকা মোড়ানো রোগ। অনেক কৃষকের জমির সব ধান নষ্ট করে দিচ্ছে এই পোকা। দুই একটি ধানের জামিতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়ে। দলগত ভাবে আক্রমন করে এই পোকা। ধান কাইচ থোর হলেই এই পোকার আক্রমদেখা দেয়া। ফসল কাটা পর্যন্ত এরা ধান গাছের সাথে আটকে থাকে। এই পোকা আক্রমন করলে ধানের বিছালি (খড়) পর্যন্ত নষ্ট করে ফেলে।

মালিগ্রাম মধ্যপাড়ার কৃষক আব্দুস ছাত্তার খান। নিজের ৯ বিঘা জমিতে ধানী গোল্ড, ১৭ ও ৭০০৬ প্রজাতের আমন ধান আবাদ করেছেন। তার বেশীর ভাগ জমিতের ধান পাতামোড়ানো পোকার আক্রমনে নষ্ট হয়ে গেছে। তিনি কোন কোন জমিতে তিন বার কীটনাশক স্প্রে করেছেন। জমির ধান রক্ষা করতে পারেনি।

এই কৃষকের অভিযোগ কৃষি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডাকলে মাঠে আসেন না। সন্ধ্যায় তারা বসেন সার কীটনাশক ওষুধের দোকানে। কৃষকের কথা শুনে ওষুধ নির্বাচন করেন।

এক গ্রামে আর এক কৃষক রানা। তিনিও ৫ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছে। তিনি প্রতিটি জমিতে চার বার কীটনাশক স্প্রে করেছেন। তার জমিতেও পোকার আক্রম হয়েছে। তিনিও অভিযোগ করেন বøক সুপার ভাইজারদের বিরুদ্ধে। তিনি বলেন আগে তার(কৃষি কমর্কর্তারা) রাজনৈতিক ভয়ডরে মাঠে আসতো। এখন তারা জমিদার হয়ে গেছে।

সোমবার সন্ধায় এ রিপোট লেখার সময় উপসহকারী কৃষি কর্মকর্তার খোকন হোসেনের সাথে কথা বলা হয়। তিনি দাবি করেন নিজেরা পরীক্ষা করে দেখেছেন। এ উপজেলাতে পাতামোড়ানো ও মাজরা পোকার আক্রমন মহামারি আকার ধরণ করেনি। যেসব কৃষকের জমিতে এই পোকার আক্রমন হয়েছে তাদের ওষুধের পরামশ্য দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, পোকার আক্রমন হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তড়িৎ সেখানো যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এখন পোকার আক্রম দেখা দিলেও উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।

কুমারখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এবারো প্রায় চার হাজার দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। এক হাজার জনকে ছানি অপারেশন করা হবে।

রবিবার সকাল ৯টায় আলাউদ্দিন নগরে অবস্থিত তহরিন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প ২০২৫ শুরু হয়।

এ নিয়ে গেল ২১ বছরে অর্ধ লক্ষাধিক মানুষকে বিনামূল্যে এমন সেবা দিয়েছে হাসপাতালটি। এর মধ্যে অন্তত ১৫ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।

এ সময় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ ফরিদা খাতুন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘চোখে ছানি পড়েছে বাবা। আমরা ফকির মানুষ। বাইরে অপারেশন করাতি ক্লিনিক ওয়ালা ২৫ হাজার টাকা চাইছে। সেজন্য ফ্রি শুনে এখেনে আইসি।’

সদকী ইউনিয়নের ঘাঁসখাল এলাকার আব্দুর রহিমের বয়স সত্তরোর্ধ। দেহ কর্মক্ষম হলেও ঝালমুড়ির বিক্রি করে জীবিকার্জন তার। তিনি বলেন, মেলাদিন আগে এখান থেকে বিনামূল্যে এক চোখের ছানি অপারেশন করেছিলাম। মাইকে খবর শুনে আরেক চোখের জন্য এসেছি। বিনামূল্যে সেবা পেয়ে খুশি সবাই।

আয়োজকরা জানায়, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী ও আলাউদ্দিন আহমেদ গত ২১ বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০,০০০ রোগী এই ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে ১৫,০০০ জনের সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বিনামূল্যে সেবা নিতে পেরে খুশি স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে...