রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 747

অক্টোবরে করোনা ছড়িয়েছিল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বরাবরই ডিসেম্বরে চীনের উহানের একটি বাজার থেকে করোনাভাইরাস মানবদেহে সংক্রমিত হয়েছিল বলা হয়ে আসছে। তবে নতুন গবেষনা বলছে, আরও দুইমাস আগে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বিজ্ঞান বিষয়ক সাময়িকী ইনফেকশন, জেনেটিকস অ্যান্ড ইভল্যুশনের আগামী সংখ্যায় প্রকাশিতব্য একটি আর্টিকেল অবমুক্ত করা হয়েছে গত মঙ্গলবার। এতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী সার্স-কোভ-২ গত ৬ অক্টোবর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে কোনও এক সময়ে প্রথমবার মানবদেহে সংক্রমিত হয়েছিল।

বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত সাত হাজারের বেশি জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অব রিইউনিয়ন আইল্যান্ডের গবেষকরা। পাশাপাাশি, করোনাভাইরাসের বড় ধরনের রূপান্তরও (মিউটেশন) শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা।

গবেষণায় ভাইরাসটির রূপান্তর ও বিবর্তনীয় পর্যায়ের ভিন্নতা থাকলেও গবেষকরা সর্বশেষ সাধারণ পূর্বপুরুষ (এমআরসিএ) নির্ধারণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ তারা বৈশ্বিক স্বাস্থ্য সংকট শুরুর নতুন সময়ও অনুমান করতে পেরেছেন।

গবেষকরা আরও পর্যবেক্ষণ করেছেন, ভাইরাসের জিনোমের মধ্যে ১৯৮টি সাইটে স্বতন্ত্র রূপান্তর ঘটেছে, এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি প্রোটিন স্তরই পরিবর্তিত হয়েছে। বিশেষত, চারটি অবস্থানের রূপান্তর গুলো ১৫ বারের বেশি স্বাধীনভাবে পুনরাবৃত্ত হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ওই সময় ভাইরাসটি সম্ভবত তার মানবপোষকের সঙ্গে অভিযোজিত হচ্ছিল।
সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট

রাস্তায় প্রসূতি সন্তান প্রসব করল, সাহায্যে এগিয়ে এলো পুলিশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাগেরহাটে রাস্তায় ভ্যানের ওপর এক প্রসূতি সন্তান প্রসব করেছে। ৯৯৯ এ ফোন কল পেয়ে এগিয়ে এলো পুলিশ।

জানা গেছে, শুক্রবার ভোরে বাগেরহাট শহরের পৌরসভা এলাকার ভারাটিয়া নিপা মন্ডলের প্রসব বেদনা শুরু হয়। পরিবারের লোকেরা গৃহবধূকে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকের উদ্যেশে ভ্যানে রওনা হয়। পথমধ্যে প্রসূতি কন্যা সন্তান প্রসব করেন। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে একটি ক্লিনিকে ভর্তি করেন। মা ও শিশু বর্তমানে সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকটির পরিচালক ডাঃ এস কে কাইয়ুম।

নিপা মন্ডল মোরেলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। তিনি বাগেরহাট শহরে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী অমৃত মন্ডল ধান কাটার শ্রমিক হিসেবে ১৫ দিন আগে চিতলমারীতে গেছেন।

প্রসূতির মা বিথি বাছার জানান, ভোরে সন্তান সম্ভাবা নিপার প্রসববেদনা হলে তারা একটি ক্লিনিকের উদ্যেশে রওনা হন। ক্লিনিকে পৌঁছানোর আগেই ভ্যানের ওপর সে কন্যা সন্তান প্রসব করেন। পরে পুলিশ এসে প্রসূতি ও নবজাতকে ক্লিনিকে নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন শিকদার জানান, ৯৯৯ এ খবর পেয়ে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে নবজাতক ও প্রসূতিকে উদ্ধার করে ক্লিনিকে পৌঁছে দেয়। এছাড়াও তাদেরকে পুলিশের পক্ষ থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

তারাবির নামাজ পড়ে ফেরার পথে বৃদ্ধ খুন

0

 

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে ক্ষমতাসীদের আধিপত্য বিস্তারের বলি হয়েছেন নামাজ ফেতর এক মুসল্লি। হুমায়ন (৬০) নামের এই বৃদ্ধকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

হত্যাকান্ডের ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি মেম্বার আনছার ও দুলাল ব্যাপারীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছে। বুধবার রাতে দুলাল ব্যাপারীর সমর্থক হুমায়ন মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিল। পথমধ্যে প্রতিক্ষ আনসার মেম্বারের সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরায় পুলিশ ও কলেজ ছাত্রী করোনায় আক্রান্ত

0

 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নতুন করে পুলিশ সদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এখন করোনায় মোট আক্রান্ত ৮ জন।

করোনা শনাক্ত হওয়ায়দের বাড়িসহ প্রতিবেশীদের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত পুলিশ সদস্যের বয়স (২১) বছর। তিনি আগে থেকেই পুলিশি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে আছেন। দ্বিতীয় জন পাট ব্যবসায়ী শহরের কলেজ পাড়ায় বসবাস করেন। তার বয়স (৫১) বছর। এদের মধ্যে ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রী রয়েছে। তার বাড়ি টুপিপাড়া গ্রামে। তার মা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকীপার। তবে মেয়েটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, করোনা শনাক্ত (২১) বছর বয়সী পুলিশ সদস্য বর্তমানে মাগুরা পুলিশ লাইন্স এ আইসোলেশনে আছেন। তার পোস্টিং খুলনাতে কিন্তু ডেপুটেশনে এসে মাগুরার শালিখা থানায় কমর্রত ছিলেন। গত পরশু তার করোনা উপসর্গ দেখা দেয়।

করোনায় নতুন শনাক্ত আরও ৭শ জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় করোনা মহামারিতে আরো সাত জনের প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬ জনে। একই সময়ে করোনায় ৭০৯ জন আক্রান্ত হয়েছেন। এখন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তার উপস্থাপিত তথ্যমতে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু মিলিয়ে পরীা করা হয় পাঁচ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীা করা হলো এক লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।

বুলেটিনে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া ৩৯ লাখ। মৃতের সংখ্যা প্রায় পৌন তিন লাখ। তবে প্রায় সাড়ে ১৩ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তুার ঠেকাতে সারাদেশে চলছে ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। কিন্তু সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়া আগামী রোববার (১০ মে) থেকে শর্তসাপেে শপিংমল খোলা রাখার সিদ্ধান্তও হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) থেকে শর্তসাপেে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে মসজিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা দিলো সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের জন্য নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এ পরিপত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু সিলেকশনেও সরকারি কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সরকারি কর্মচারীদেরকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

আরও বলা হয়েছে, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে সরকারি কর্মচারীদের। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।

জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করে পোস্ট দেওয়া যাবে না। লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় শেয়ার করা যাবে না।

ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনো পোস্ট শেয়ার দেওয়া যাবে না।

পরিপত্রে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অপব্যবহারের জন্য কর্মচারীরা নিজে দায়ী থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিভিন্ন সময় ওই নির্দেশনা পরিমার্জন করা হয়।

সৌরভের টেস্ট অভিষেকের আগের দিনের স্মৃতি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘরবন্দী সময়ে নস্টালজিয়ায় বোধ হয় পেয়ে বসেছে সৌরভ গাঙ্গুলীকে। হয়তো আরপাঁচ জনের মত অতীতের সুখোকর স্মৃতি মনে করে দুঃসময়ে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চেয়েছেন সফল এ সাবেক অধিনায়ক।

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর টেস্ট অভিষেকের আগের দিনের একটি দুষ্প্রাপ্য ছবি।

১৯৯৬ সালের ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় সৌরভের। অভিষেকেই দারুণ এক সেঞ্চুরি করে নিজেকে চেনাতে সক্ষম হন তিনি। ক্রিকেট দুনিয়াকে নতুন বার্তা দেন, দুই-একটি ম্যাচ খেলে ঝরে পড়ার জন্য নয়, তিনি এসেছেন ইতিহাসে জায়গা করে নিতে।

সৌরভ গাঙ্গুলী ইনস্টাগ্রামে যে ছবিটা পোস্ট করেছেন, সেটি অভিষেকের ঠিক আগের দিন। ততক্ষণে তিনি জেনে গেছেন পরের দিনটা তাঁর জন্য অগ্নিপরীক্ষা। মনে মনে বড় কিছু করার সংকল্পতো সেদিন তাঁর ছিলই। কিন্তু সেই সংকল্প দিয়ে তাঁর অভিষেকটা যে স্বপ্নময় করে তুলবেন, সেটি কী সৌরভ ওই মুহূর্তে ভেবেছিলেন?

ছবিটিতে দেখা যাচ্ছে, লর্ডসের অনুশীলন নেটে বোলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সৌরভ। পরনে ভারতীয় ক্রিকেট দলের সোয়েটার আর অনুশীলনের জার্সি। ইনষ্টাগ্রামে লিখেছেন, ‘স্মৃতি। ১৯৯৬ সালে টেস্ট অভিষেকের আগের দিন লর্ডসে অনুশীলন।’

অভিষেক টেস্টে তিন নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন সৌরভ। করেছিলেন ১৩১ রান। ৩০১ বলে ২০টি চারে চোখ ধাঁধিয়েছিলেন সেদিন লর্ডসের দর্শকদের। দ্বিতীয় বাঙালি হিসেবে তাঁর সেই টেস্ট সেঞ্চুরিটি চিরদিনের প্রেরণা হয়ে রয়েছে।

সৌরভ ১১৩টি টেস্ট আর ৩১১ ওয়ানডে খেলে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম। ম্যাচ ফিক্সিংয়ের কালো সময়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ভার নিয়েছিলেন। অনেকের মতে, তাঁর সময় ভয়হীন ক্রিকেট খেলায় মনোযোগী হয় ভারতীয়রা। তার ক্যারিয়ারে ১৮ হাজারের বেশি রান আর ৩৮ সেঞ্চুরি রয়েছে।

পানিতে ডুবে শিশু মৃত্যু

0

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের গ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব-নওমালা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম মরিয়ম। সে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে মরিয়ম ঘরের সামনে বসে খেলছিল। এক পর্যায়ে বাড়ির লোকদের অগোচরে বসত ঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে খোজাখুজি শুরু হয়। দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জানান, শিশুটিকে ক্লিনিকে আনার আগে মার গেছে।

দিল্লির কোয়ারেন্টাইন থেকে তাবলিগের মুসল্লিরা মুক্তি পাচ্ছে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের দিল্লি সরকার সেখানে কোয়ারেন্টিনে থাকা তাবলিগ জামাতের ৪ হাজার সদস্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই তাবলিগ সদস্যদের মুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে তারা।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত মার্চে তাবলিগ জামাতের প্রধান মার্কাজ নিজামুদ্দিনে এক সমাবেশের পর অনেকেই করোনায় আক্রান্ত হন। এরপর তাবলিগের এ বিপুল সংখ্যক সদস্যকে কোয়ারেন্টিনে রাখে দিল্লি সরকার। কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

দিল্লি সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, নিজামুদ্দিন মার্কাজ নিয়ে তদন্ত চলায় কোয়ারেন্টাইনে থাকাদের কয়েকজনকে পুলিশের কাছে তুলে দেওয়া হতে পারে। বাকিদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, পুলিশের তদন্তে যাদের প্রয়োজন নেই, সেই সকল তাবলিগ জামাত সদস্যদের এবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

কোয়ারেন্টিনে থাকা ৪ হাজার তাবলিগ সদস্যের মধ্যে ৯০০ জনের বাড়ি দিল্লিতে। তাদেরকে আগে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দিল্লি সরকার যোগাযোগ করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

করোনা আক্রান্ত পরিবারের পাশে পাঁচবিবি ছাত্রলীগ

0

 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লকডাউনে থাকা পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতারা খাদ্য সামগ্রী নিয়ে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের করোনা আক্রান্ত পরিবার ও তাদের সাথে লকডাউনে থাকা পরিবার গুলোর কর্তাদের সাথে দেখা করেন। তাদের জন্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেলসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন ছাত্রলীগের নেতারা। এ ছাড়া করোনায় আক্রান্তদের জমির পাকাধানও কেটে মাড়াই করে দেন।

এ সময় বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী বিপ্লব জানান, পাঁচবিবিতে করোনাভাইরাসে আক্রান্তের পরিবার ও তাদের চার প্রতিবেশীর পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে। লাকডাউনে থাকা করোনায় আক্রান্তদের পরিবার ও তাদের প্রতিবেশীদের জমির ধান কাটাসহ ত্রাণ সামগ্রী দিয়ে ছাত্রলীগ যুবলীগ সহায়তা করছে।

সর্বশেষ সংবাদ

মাধ্যমিকের শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন, কাল থেকে কর্মবিরতি

দ্রোহ অনলাইন ডেস্ক মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের...

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে...

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...