শনিবার, ২৪ মে, ২০২৫
Home Blog Page 10

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব ইব্রাহিম মিয়াজী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার ফরিদ আহমেদ ও মেহেদী হাসান।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উপজেলা কৃষি কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, শিক্ষা কার্যালয়, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা এবং বিজ্ঞান ও গবেষণা পরিষদের পক্ষ্য থেকে নিজস্ব উদ্ভাবিত লাগসই পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, পরিবেশ বান্ধব ভার্মি কমপোষ্ট সার, বিষমুক্ত সবজি, হস্তশিল্প, উন্নতমানের চুলা প্রদর্শণ করা হয়। এ গুলো ব্যাপকহারে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কাঁচা আম ও শৈশব

0

প্রকৃতিতে আম, জাম ,লিচুসহ বাহারি সব ফল নিয়ে এসেছে মধুমাস বৈশাখ। লোভনীয় সব ফলে লোভাতুর করে তোলে শিশু কিশোর থেকে শুরু করে বুড়ো দেরও। এই কিশোর দল বন্ধুর গাছ থেকে কাঁচা আম পেড়ে এনে মাঠের কোনায় বসে সেই আম মজা করে খাচ্ছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি এলাকা থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কাও। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অসহ্য গরম অনুভূত হচ্ছে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও আছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এদিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টা ৫ মিনিটের দিকে টহল কমান্ডার নায়েক মো: শাহজালালের নেতৃত্বে বিজিবি‘র একটি টিম দৌলতপুর সীমান্তের চরচিলমারি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩শ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে চোরাকারবারী শ্রী রিপন মন্ডলকে (৪২) এক কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বারসহ হাতে নাতে আটক করে। এ সময় তার সঙ্গী অপর চোরাকারবারী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো: নুর আলম সরকার (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি আটানব্বই লক্ষ বাইশ হাজার ছয়শত বিশ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

একই সাথে আটক চোরাকারবারীকে ওদৗলতপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও চোরাকারবারীসহ চোরাচালানী মালামাল আটকে বিজিবি‘র পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে উপজেলা সদরের চরপাড়া গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়। আটক রকি বিশ্বাসকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা মোড় থেকে আটক করা হয়। তাকে খোকসা থানায় ৯ ফেব্রæয়ারি রুজু করা ০৪ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, বিভিন্ন রোগে ভুগছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

আরও পড়ুন – কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন।

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত ১৬ ফেব্রæয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও এক মাস বিলম্বে সোমবার বিষয়টি প্রকাশ পায়।

এনআইডি লকড হওয়ার কারণে এখন আর কার্ডটি ব্যবহার করা যাবে না। কেননা, এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না। তবে এনআইডি লকড থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে, তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক মেয়ে বুশরা সিদ্দিক।

আরও পড়ুন – কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ইসি কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশনায় মাস দুয়েক আগে তাদের এনআইডি ‘লক’ করা হয়েছে। হুমায়ুন কবীর বর্তমানে এনআইডি নিবন্ধন নিয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।

আরও পড়ুন – খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

এর আগে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকার আদালত।

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজার এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় যৌক্তিক সমাধানের প্রতিশ্রæতিতে মহাসড়ক ছেড়ে দেন তারা।

স্থানীয়রা জানায়, শেখপাড়া বাজারের পাশে দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে কলেজ মাঠের জমির মালিকানা দাবি করে স্থাপনা নির্মাণ শুরু হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন – খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না। কলেজের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা মানব না। আমরা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

আরও পড়ুন – অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. আসাদুর রহমান জানান, কলেজ মাঠের জমি এ্যাওয়াজ (বদল) করা। এ্যাওয়াজকৃত জমিতে স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে মহাসড়ক অবরোধ করে। আশা করি সুন্দর সমাধান হয়ে যাবে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো হয়েছিল। কলেজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা রয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষ ও জমির মালিকের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। দ্রæত বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করি।

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫ আগস্ট থানায় আগুন দেওয়ার সাথে জড়িত নেতাদের নাম প্রকাশসহ মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া অভিযোগ উঠে এসেছে। দলের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে নেতাদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ফলে দলীয় কর্মকান্ডের স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতারা।

জানা গেছে, খোকসা উপজেলা বিএনপি দীর্ঘ দিন নেতৃত্ব শুন্যতায় ভুগছিলো। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাতারাতি চেহারা পাল্টে দলটির নেতা হওয়া দৌড়ে সামিল হন কয়েক ডজন নবীন প্রবীন। উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতারা তিন ভাগে বিভক্ত হয়ে যান। ইতোমধ্যে ৫ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে আহবায়ক করে ৩১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি ঘোষনা হয়। এর পর থেকে নেতাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। এ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠেছেন আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা। তারা দ্বিধাবিভক্ত বিএনপি নেতাদের উপর ভড় করেছেন। অনেক আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপি নেতাদের শক্তির মহড়ায় সাথী হয়েছেন। যারা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের প্রথম সাড়ির নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তারাই আবার বিএনপির নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। দলীয় ¯েøাগান দিতেও দেখা যাচ্ছে।

উপজেলা বিএনপির নেতাদের বিরোধের প্রভাব পরেছে খোকসা, ওসমানপুর, বেতবাড়ীয়াসহ ৯ ইউনিয়ন ও পৌর এলাকার নেতা কর্মীদের মধ্যে। আওয়ামী সরকারের পতনের ৭ মাসের মাথায় দ্বিধাবিক্ত বিএনপি নেতা কর্মীরা নিজেদের দলীয় প্রতিপক্ষের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করেছে। ক্ষেতের ফসল লুট করে নিয়ে গেছে। এসব ঘটনায় থানায় দুই একটি মামলাও হয়েছে।

খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসারুƒল আলম সৈউদ ও যুবদল নেতা রাকিবুল হাসান রাজিবের লোকদের মধ্যে কমপক্ষে তিনবার সংঘর্ষ ও হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। দুই নেতাই আহত হয়ে হাসপাতালে ভর্তি থেকেছেন।

ওসমানপুর ইউনিয়নে বিএনপির নেতাদের একাধিক গ্রæপ রয়েছে। এই ইউনিয়নে ৭ মাসে কমপক্ষে ৪টি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সবপক্ষই গুলি বন্দুক ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এই ইউনিয়নের বাসিন্দার ছাত্রদলের সাবেক নেতা জুবায়ের রহমান জ্যাকি, তার বাবা জিল্লুর রহমান ও তার চাচা শহিদুল ইসলাম শহিদ মেম্বরকে যৌথ বাহিনী আটক করে। ১৫ এপ্রিল ওই ছাত্রনেতা ও তার বাবা জামিনে মুক্তিপান। উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব আনিস উজ জামান স্বপনের অংশ কারামুক্তদের নিয়ে শো ডাউন করেন। এ ঘটানার পর দিনে ১৬ এপ্রিল বর্তমান আহবায়ক আলাউদ্দিন খানের নেতৃত্বের অংশের নেতারা ওই ছাত্রদল নেতা কে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আনিস উজ জামানের বিরুদ্ধে কৃষকের সার ও বীজ আত্মসাতের অভিযেগ করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু এক সংবাদ সমম্মেলনে ৫ আগস্টে খোকসা থানায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় নিজের দলের সদস্য সচিব আনিস উজ জামানের ছোট ভাই শরিফ উজ জামান শরিফের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এই নেতা তার বক্তব্যে বলেন, বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে এখনো চাঁদাবাজির করা হচ্ছে। কিছু দেউলিয়া নেতা চাঁদাবাজসহ আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সহসভাপতিকে তারেক জিয়ার একটি ভাস্যুয়াল সভায় আসন করে দেওয়ার অভিযোগ করেন খোকসা উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে। তার এই বক্তব্যটিও ভাইরাল হয়েছে।

ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা লুৎফর রহমান বলেন, যার কমপরছে, সেই সংবাদ সম্মেলন করছেন। সেই, উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। দলীয় নেতারদের মধ্যে আত্ম কেন্দ্রিকতার অভিযোগ করেন তিনি।

এই নেতাসহ একাধিক নেতা অভিযোগ করে বলেন, দল ক্ষতায় আসার আগেই স্কুল কলেজের সভাপতি, কৃষকের সার বীজ ভাগ নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন দলটির নেতারা। দলীয় কাজের মধ্যে আওয়ামী লীগের লোকনিয়ে শক্তির মহড়া দেওয়া হচ্ছে। এ নিয়ে দলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এই নেতারা। তারা দলের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু তার নিজের দেওয়া বক্তব্য সমর্থন জানিয়ে বলেন, যারা বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে নির্বাচনী ক্যাম্প করেছেন, বিএনপি নিধনে অগ্রণী ভুমিকা রেখেছেন তাদেরকে আশ্রয় দিচ্ছেন অনেক নেতা। এ ছাড়া দলীয় একাধিক নেতার বিরুদ্ধে চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন।

তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা ফেরাতে তিনি শান্তি সমাবেশের উদ্যোগ নিয়েছেন। দলীয় শৃঙ্খলা ফেরাতে দলের ভাই চেয়ারম্যান তারেক জিয়ার হস্তক্ষেপও কামনা করে তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন বলেন, নেতাদের কথাবার্তার মাধ্যমেও দলের ক্ষতি হয়। ক্ষোভ প্রকাশের একটা ভাষা আছে। বিভিন্ন নেতার করা সংবাদ সম্মেলনকে অসার সংবাদ সম্মেলন আখ্যা দেন তিনি। এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে বিভিন্ন নেতাদের সংবাদ সম্মেলনের বক্তব্য শুনেছেন বলে জানান।

আরও পড়ুন – অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, সন্ত্রাস চাঁবাজির বিরুদ্ধে বিএনপির আহবায়ক কমিটি শক্ত অবস্থানে। যে সন্ত্রাসীকে যৌথ বাহিনী গ্রেফতার করলো। সেই সন্ত্রাসীদের পক্ষে বিএনপির সদস্য সচিব অবস্থান নিয়ে শো ডাউন করেছেন। এ বিষয়ে তিনি জেলা কমিটির নেতাদের অবহিত করেছেন। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দেওয়ার অভিযোগের প্রমান চান তিনি।

আরও পড়ুন – বকেয়া বেতনের দাবিতে পৌর ভবনে তালা ঝুলিয়ে কর্মচারীদের কর্মবিরতি

তিনি আরও জানান, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সন্মেলন করা নিয়ে তার কর্মীরা দিনরাত কাজ করে চলেছে। এ সময় একটি চক্র দলের মধ্যে বিরোধ সৃষ্টির পায়তারা করছে।

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

0

ঝিনাইদহ প্রতিনিধি

আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা থাকলেও দৃষ্টিহীনতা তাকে দমিয়ে রাখতে পারেনি।

মানুষের মতোই নিত্যদিন স্বাভাবিক কাজকর্ম করেন অদম্য আরশাদ আলী। গবাদি পশুর জন্য ঘাস কাটা, পরিবারের জন্য বাজার সদাই কেনাকাটা, সংসারের খুঁটিনাটি কাজকর্ম ও ব্যক্তিগত কাজ স্বাভাবিকভাবেই করে যাচ্ছেন তিনি। দুই চোখে দেখতে না পারলেও অন্তরের আলো দিয়েই তিনি পথ চলেন প্রতিনিয়ত।

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আরশাদ আলীর। এক ছেলে ও এক মেয়ের পিতা।

আরশাদ আলী জানান, ১৯৭২ সালে তার বয়স যখন ছয় বছর তখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গুটি বসন্ত রোগ। মহামারী গ্রামের অন্তত ১৮-২০ জন মারা যান। ওই বছরই গুটি বসন্তে আক্রান্ত হন তিনিও। সঠিক চিকিৎসার অভাবে গুটি বসন্তেুর প্রভাবে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এরপর থেকেই অন্ধত্ব নিয়ে তার পথ চলা।

আরও পড়ুন – বকেয়া বেতনের দাবিতে পৌর ভবনে তালা ঝুলিয়ে কর্মচারীদের কর্মবিরতি

মা আইজান নেছা জানান, ছোটবেলায় চোখ হারানোর পরে আরশাদ আলী অনেক কষ্টে বড় হয়েছে। প্রতিনিয়ত তিনি চোট পেতেন, হয়েছেন দুর্ঘটনার শিকার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক বিস্ময়কর মানুষ হিসেবে গড়ে উঠে তার সন্তান। এখন নিজের ও সংসারের সকল কাজ নিজ হাতে করেন।

আরও পড়ুন – খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

হলিধানী ইউনিয়নের মেম্বর সাদ আহম্মেদ জানান, প্রতিদিন সকালে গবাদি পশুর ঘাস নিজ হাতে কাটেন আরশাদ। ঘাস সংগ্রহ করতে তিনি চলে যান বাড়ি থেকে অনেক দুরের মাঠে। আবার কাজ শেষে একাই ফিরে আসেন। কাজ করতে গিয়ে তিনি কারো সহযোগিতা নেন না। সম্পূর্ণ অনুমানের উপরে নির্ভর করে তিনি পথ চলেন।

সর্বশেষ সংবাদ

সংস্কার কমিশন বাতিল দাবিতে হেফাজতের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) বিকালে বড় বাজার থেকে বিক্ষোভ...

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে...

খোকসায় কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেছে দুর্বৃত্বরা

স্টাফ রিপোর্টার মাত্র ১২ মিনিট অপারেশেন চালিয়ে দুর্বৃত্তরা একটি সোনার দোকানের শোরুম থেকে কোটি টাকার সোনা ও রুপাসহ লোহার সিন্দুক তুলে নিয়ে গেছে। বাজারের দুই...

অভ্যুত্থানে নিহত হাফেজের লাশ উত্তোলনে পরিবারের বাধা

কুষ্টিয়া প্রতিনিধি জুলাই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদের (১৭) লাশ কবর থেকে উত্তোলন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী...

দৌলতপুরে হামলায় দুই এসএসসি শিক্ষার্থী আহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে এসে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন দুই পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল...