মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 687

ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা পাবেন

0
Secondary-and-Higher-Education-DRO-16-P12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বড় সুখবর পাচ্ছেন। প্রায় এক বছরের বকেয়া বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীররা।

ঈদের আগেই তারা পাবেন গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাসের বেতন। দু’টি ঈদ বোনাস ও বৈশাখী ভাতা রয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান বিষয়ক জরুরি সভা হয়। ঈদের আগে তাদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব-নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন।

সূত্রটি জানায়, শুক্রবার মাদরাসা শিক্ষা অধিদফতরে এমপিওর সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন এমপিওভুক্ত মাদরাসার এক হাজার ৩৪৭ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকসহ পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে মোট এক হাজার ৫৩৪ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর। আর ৪০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাঙালি কবে আপনারা মানুষ হবেন?

0
robul-dro-16-14-compressed
অধ্যাপক রবিউল ইসলাম

অধ্যাপক রবিউল ইসলাম

যুক্তিবিদ্যার ভাষায় সকল প্রাণী মানুষ নয়। মানুষ হতে গেলে তাকে কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। এক সময় শুনতাম হুজগে বাঙালি। এখন দেখি গুজবেও বাঙালি।

প্রশ্ন হতে পারে কেমন করে? দেখুন, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম প্রথম কেউ বিষয়টি পাত্তাই দেয়নি। পরে চীনের উহান প্রদেশের নিত্যদিনের মৃত্যু সংবাদে টনক নড়েছে। গুজব ছড়ানো হলো আদা, লেবু, দারচিনি, তেজপাতা লবঙ্গ, গ্রীন টি এগুলো নিয়মিত খেলে করোনা ধারে কাছে ঘেঁষবে না।

শুরু হলো লংকাকান্ড। তখন হু অর্থাত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বকে সতর্ক করলো করোনা ভাইরাসজনিত রোগ। এর কোন প্রতিষেধক নেই। শুধু শারীরিক দূরত্ব বজায় রেখেই একে প্রতিরোধ করা সম্ভব। কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের নির্দেশনাও ছিলো সেখানে।

আমরা ভুল করে শারীরিক দূরত্বকে সামাজিক দূরত্বে পরিণত করলাম। সাধ্যমত কেনাকাটা করতে গিয়ে কারও কারও লুঙ্গি খোলার অবস্থা। যারা প্যান্ট পরার সময় পাননি এই গুজবের চোটে। বাজারে কৃত্রিম সংকট শুরু হলো। বড় বড় মহাজন বিশেষ করে চাউলের সিন্ডিকেট রাতারাতি সব ধরনের চালের দাম বস্তাপ্রতি তিন থেকে চারশত টাকা বেশি করে নিলেন।

যাদের সামর্থ্য ছিলো, তারা ছয় মাসের বাজার একসাথে করে নিলেন। সমস্যা হলো নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত শ্রেণির। দুইশত টাকার আদা চারশত টাকা। এমন কোনও জিনিস নেই যার দাম বাড়েনি। এখন উল্টোচিত্র। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম স্বাভাবিক।

করোনা শুরুর প্রথমদিকে ঔষধের ফার্মেসিতে উপচে পড়া ভিড়। কারণ, সেখানে এন্টাসিড, সিভিট, এজিথ্রোমাইসিনের চাহিদা এতোই বেড়ে গেছে যে, সব মার্কেট আউট। হোমিওপ্যাথির দোকানেও একই দৃশ্য কারণ কী ? আর্সেনিকা এ্যালবাম নাকি করোনার মহৌষধ।

ভাই, হুজুগে বাঙালি হন আর গুজবে বাঙালি হন ক্ষতি নেই আমার। তবে করোনা ভাইরাস বাংলাদেশে এসে উল্টো বিপদে আছে। কোন পথ দিয়ে বাংলাদেশ থেকে বের হবে সেই চিন্তায় আছে। দয়া করে আপনারা ধৈর্যধারণ করুন করোনা চলে যাবে। তবে নিজের ডাক্তারি নিজে করবেন না। আর ফেসবুকের কল্যাণে যে সব এমনি বি এস ভাইরোলজি বিশেষজ্ঞ হয়েছেন তাদের পরামর্শ থেকে বিরত থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর বাংলাদেশ সরকারের করোনা ভাইরাস ব্রিফিং কাজে নিয়োজিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন। শারীরিক দূরত্ব বজায় রাখুন। শরীরের হার্ড ইমিউনিটি বাড়ান। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের রক্ষা করবে।

কুমারখালীতে এগারো ব্যবসায়ীকে জরিমানা

0
KUMARKHILY-DRO-16-P14-compressed
কুমারখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী বাজারে ১১ ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমান করে।

মোবইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীসহ বাজারে আগতদের উদ্দেশ্যে বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই নিজের জীবন বাঁচাতে হাট বাজার এড়িয়ে চলা উত্তম। মানুষের স্বার্থে সরকারি আদেশ মেনে চলুন এবং সরকারি নির্দেশ মেনে ব্যবসা পরিচালনা করুন।

এ সময় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

পাংশায় আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণ

0
PANGSHA-DRO-16-P-14-compressed
আওয়ামী লীগ নেতা রাজদুল ইসলাম

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা রাজদুল ইসলাম।

শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের হত দরিদ্র পরিবারের মধ্যে ব্যাক্তিগত উদ্দ্যোগে আওয়ামী লীগ নেতা ও একটি ডায়াগনিষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রাজদুল ইসলাম এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় রাজদুল ইসলাম বলেন, আমি পাট্টা ইউনিয়নের সকল এলাকায় পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করবো। রবিবার মাজাইল এলাকায় ত্রাণ বিতরণ করবেন। পাট্টা ইউনিয়নের ৩ শতাধীক পরিবারের মধ্যে এ খাদ্য বিতরণ করা হবে।

কুমারখালী উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

0
KUMARKHILY-DRO-16-P13-compressed
কুমারখালীর মানচিত্র

কুমারখালী প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুই হাজার গরীব ও দুস্থ পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান।

শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের তরুণ মোড় এলাকা থেকে দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, সেমাই, চিনি) পৌরসভা এলাকা সহ ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস উপজেলার বিভিন্ন স্তরের নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুহিন হোসেন উপস্থিত ছিলেন।

আইডি ও মোবাইল নম্বর যাচায়ের পর টাকা ছাড়

0
TAKA-DRO-16-P-11-compressed
টাকার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির সংকটে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর অর্থ সহয়তার টাকা ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে ছাড়া হচ্ছে।

দুস্থ ও অস্বচ্ছল পরিবারে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের টাকা দেওয়া জন্য ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বরদের সহায়তা নেওয়া হয়। আর এই সুযোগে কাজে লাগায় চেয়ারম্যান-মেম্বররা। ইতোমধ্যে তাদের অনেক বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার নিজের ভেরিফাইড পেজে তিনি জানান, ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে টাকা ছাড়া হচ্ছে। এতে করে এখন আর অনিয়ম করে এই টাকা পাওয়ার কোনো সুযোগ নেই।

আশরাফুল আলম খোকন বলেছেন, ‘করোনাকালীন সঙ্কটের জন্য তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য ২৫০০ টাকা করে ঈদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

‘হবিগঞ্জ, বাগেরহাট এর দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে। শতাধিক নামের বিপরীতে ১/২টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গেলে সবার টাকা ওই ১/২ টি নম্বরের ব্যক্তিরা পেয়ে যাবেন। এ অপকর্ম করেছেন দুই একজন চেয়ারম্যান মেম্বর।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আরো বলেন, ‘এই অনিয়মটি সরকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছে। আর যদি যাচাই-বাছাই শেষে এই রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নাই। কারণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।’

১৭ কোটি মানুষের দেশে চার পাঁচজন দুর্নীতিবাজ এ রকম ঘটাবে না তা ভাবার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার প্রতিকার হয়েছে কি না সেটা দেখেন। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখেন। দেশ ভালো থাকবে, আপনারাও ভাল থাকবেন।’

রাজবাড়ীতে আইসোলেশনে রোগীর মৃত্যু

0
Rajbari-DRO-16-P-10-compressed
রাজবাড়ি জেলার ম্যাপ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি রোগী শুকুর আলী (৫৫) মারা ড়েছে।

জেলা শহরের ধুঞ্চি এলাকার মোসলেম শেখের ছেলে শুকুর আলী শুক্রবার রাতে মারা যান।

হাসপাতাল সূত্র জানা গেছে, মঙ্গলবার জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শুকুর আলী রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’জন এবং কোভিড-১৯ হাসপাতালে দু’জন চিকিৎসাধীন আছেন।

গত ১৩ মে বুধবার রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরেকজন মারা যান।

মেয়র তাপস ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন

0
mayer-tapus-dro-16p-9-compressed
মেয়র ফজলে নূর তাপস

দ্রোহ অনলাইন ডেস্ক

নব নির্বাচিত মেয়ের শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার বেলা একটার সময় নগর ভবনে করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

করোনা কারণে অনাড়ম্বর পরিবেশে সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দায়িত্ব বুঝে নেওয়ার সময় তার স্ত্রী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগের নেতা মোরশেদ কামাল এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি।

সদ্য বিদায়ী মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার পর ১৬ মে প্রথম বোর্ড সভা করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসলেন তাপস।

সিটি কর্পেরেশনের জনসংযোগ কর্মকর্তা (উত্তর) উত্তম কুমার রায় বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ ফজলে নূর তাপস বেলা তিনটার দিকে অনলাইনে সাংবাদিকদের ব্রিফিং করেন। এরপর ১৭ মে প্রথম অফিস করার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

দেশে নতুন করে করোনা শনাক্ত ৯৩০ জন

0
Corona-compressed-compressed
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমিত হয়েছে ৯৩০ জন। আর এ সময়ে মারা গেছেন প্রায় ১৬ জন। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে ৩১৪ জন মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন যার মধ্যে ঢাকা মহানগরে ৭ জন রয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে দেওয়া তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। প্রতিদিন ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও শেষ ২৪ ঘন্টায় ৩৩টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, অন্য ল্যাবগুলো পরীক্ষার ফলাফল পাঠায়নি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটনা ঘটে।

অপেক্ষা

0
khoksa-pic-d16-p4-compressed

বয়স্ক বিধবা ও প্রতিবন্ধিরা ভাতার টাকা পাওয়ার জন্য এসেছেন। কিন্তু সকাল থেকে জৈষ্ঠ্যের তাপদাহ শুরু হওয়ায় প্রায় শতাধিক ভাতা ভোগী গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। ছবিটি শনিবার সকালে খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা।

 

khoksa-pic-d16-p2-compressed

কেউ গাছের ছায়ায়।

khoksa-pic-d16-p1-compresবাঁশ বাগনের ছায়ায় আশ্রয় নিয়েছে তারা।

khoksa-pic-d16-p3-compressed

বিদ্যালয়ের মূল ভবনের ছায়ায় আশ্রয় নিয়েছেন ভাতা ভোগীরা।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...