স্টাফ রিপোর্টার
মাদক ও জুয়ার টাকা যোগান দিতে ব্যর্থ হওয়ায় মাদকাশক্ত ছেলে তার মাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দিনগত রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুর জামির হোসেন কোরবান (২০) তার বিধবা মা সাহারা খাতুন (৬৫) উপর হামলা চালায়। পবিবারের লোকেরা বুঝতে পেরে আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে জামির হোসেন তার মা সাহারা খাতুনের কাছে কিছু টাকা দাবি করে। মা এতে রাজি না হলে সে প্রথমে ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। বৃদ্ধা সেহেরী খাওয়ার জন্য শেষ রাতে ঘরের দরজা খুলতেই তার ওপর আক্রমন করে তার ওই মাদক আশক্ত ছেলে। বৃদ্ধার আত্ম চিৎকার শুনে বাড়ির লোক তাকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে মায়ের উপর হামলাকারী ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা সাহারা খাতুন জানান, তার ছেলে জামির হোসেন ওড়ফে কোরবান মাদক ও ক্রিকেট জুয়ায় আশক্ত। তার উপর একাধিকবার হামলার ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। পুলিশ তাকে ধরেও নিয়ে গেছে আবার জুয়ারীরা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। দুই মাস আগেও থানায় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বিচার পান নি। শেষ রাতে খাবার জন্য ওঠার সাথে ছেলে তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করতে চেষ্টা করে। সাংবাদিককে গলার দঠস দেখিয়ে বোঝাতে চেষ্টা কওে ওই বৃদ্ধা। তিনি এবারে বিচারের জন্য মামলা করবেন। অপেক্ষায় আছেন বড় ছেলের আসার।
বৃদ্ধার বড় ছেলে জাকির হোসেন জানান, তার মায়ের উপর হামলাকারী জামির হেসেন মাদক ও জুয়ায় আশক্ত। এবারে তিনি তা বিরুদ্ধে মামলা করবেন।