স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় প্রায় দুই শতাধিক প্রতিবন্ধি ঈদে নতুন পোষাক উপহার পেলো।
সোমবার সকালে অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রতিবন্ধি কল্যান সমিতির কালীবাড়ি পাড়াস্থ অফিসের সামনে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত প্রায় ২শ জন প্রতিবন্ধির হাতে ঈদের নতুন পোষাক সাড়ি, লুঙ্গি, মেয়েদের থ্রিপিস তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধি সমিতির সাধারণ সম্পাদক আসলাম হোসেন, যুবলীগ নেতা বাপ্পী বিশ্বাস রাজু, সজল রায়, মাহাতাব উদ্দিন, সাইফুল ইসলাম, গালিম শেখ, বাদশা খান প্রমুখ।
প্রতিবন্ধি নেতা আসলাম হোসেন জানান, দীর্ঘ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত তার বাবা অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের মাধ্যমে উৎসবে কাপড় নগদ টাকাসহ নানা ভাবে সহযোগিতা করে আসছেন।