খোকসায় পৌর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

0
122

দলের মধ্যে চার দলীয় জোটে নেতাদের ছাড় নয়- এমপি সেলিম আলতাফ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া -৪ খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, যারা দলের মধ্যে ৪ দলীয় জোটের সৃষ্টি করে দলীকর্মীদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন তাদের ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকালে খোকসা বাস স্ট্যান্ডে সমাবেশেটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ আরো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ জেলার ঐক্যবন্ধ চার নেতা বিএনপির মত সরকারের উন্নয়ন চোখে দেখেন না। ওনাদের চোখে ফুলি না পরলে সরকারের উন্নয়ন দৃশ্য আরো দেখবেন। প্রবীন নেতাদের নোংরামী না করার জন্য অনুরোধ করেন এই নেতা।

পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড়ঃ নূরুল ইসলাম দুলাল, এ্যাড়ঃ আকরাম হোসেন দুলাল, জয়ন্তী হাজরার চেয়ারম্যান সকিব খান টিপু প্রমুখ।