স্টাফ রিপের্টার
কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় দ্রæতগামী বাস চালক নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানের চালক ও ভাঙারী ব্যবসায়ীকে পিষ্ট করেছে। কয়েক গজ দূরে গিয়ে বাস টিও সড়কের পাশে পরে যায়। এ ঘটনায় বাসের আর তিন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে সড়কটির মোড়াগাছা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটির নম্বর ঢাকা মেট্রো – ব ০২ – ০৫৯৪। কুষ্টিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ৫০ জন যাত্রী বাসটি যাত্রা করে। ঘটনা স্থলে পৌচ্ছে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসটি সড়কের পাশে নেমে যায়। দুর্ঘটনার পর চালক ও সহযোগীরা আত্মগোপন করে। বাসের চাকায় পিষ্ট ভ্যানচালক ও ভাঙারি ব্যবসায়ীর নাম রুবেল (৩২)। সে উপজেলার বিলাজানি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে। গুরুতর আহত রুবেলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত বাসযাত্রী তোফাজ্জেল হোসেন জানান, কুষ্টিয়া থেকে ছাড়ার পর বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। পথে কয়েক দফায় দুর্ঘটনার মুখো মুখি হয়। শেষ পর্যন্ত পাখি ভ্যানকে চাপা দিয়ে গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫জন রোগী জরুরী বিভাগে আনা হয়। সবাই প্রাথািমক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। শুধূ বাসের চাকায় পিষ্ট রুবেলকে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশর ওসি সৈয়দ আল মামুন বলেন, কেউ মারা যায়নি। গ্রেপ্তার হয়নি। তবে বাস জব্দ করা হয়েছে।